মূল গল্পের সূচনা হয় পাটালিপুত্রে এক জ্ঞানী আচার্যের প্রবেশের মধ্য দিয়ে। যাকে স্বয়ং সম্রাট অশোক আমন্ত্রণ জানিয়েছেন। আগের বছর কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অনুতপ্ত সম্রাট ধর্মান্তরিত হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি একটি গুপ্তসংঘ গঠন করবেন।
তৎকালীন সময়ের সেরা নয়জন জ্ঞানীকে নিয়ে- অজ্ঞাত নয়।
হিমালয় থেকে পাটালিপুত্রে ফিরে আসা সেই আচার্যকে সম্রাট অশোক নিজেই একটি নতুন নাম দেন- ধীমান।
যদিও, এইসব জ্ঞানের পথ আর প্রাসাদ ছেড়ে আচার্য ধীমান নিজেই একসময় স্বেচ্ছায় বেড়িয়ে যান।
কেন?
এবং কেন তিনি যান অকালবোধন করতে? কীভাবে তিনি দেবীর সারা পাবেন?
ধীমানের প্রকৃত নাম আর পরিচয়ই বা কী? কেন নিয়তি তাকে পরপর দু'বার দুই কুনালের কাছে নিয়ে গিয়েছে?
এইসব প্রশ্নের উত্তর কুনালই কি পেয়েছিল?
বই পরিচিতি:
- বই: কুনালের চোখ
- লেখিকা: রোকেয়া আশা
- প্রকাশনী: নহলী প্রকাশনী
- প্রচ্ছদ: লর্ড জুলিয়ান
- মুদ্রিত মূল্য: ৩১০ টাকা
প্রচ্ছদ:
