বইখোর.কম আপনার গোপনীয়তা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। বইখোর.কম এ প্রদানকৃত আপনার তথ্যসমূহ আপনার গোপনীয়তা রক্ষার্থে আমাদের প্রতিজ্ঞার মানদণ্ডে তৈরি গোপনীয়তার নীতিমালা অনুযায়ী সংরক্ষিত থাকবে। আমাদের ওয়েবসাইট পরিদর্শন কিংবা বইখোর.কম কে কোন ধরনের তথ্য প্রদানের মাধ্যমে আপনি এখানে বর্ণিত নীতিমালার সাথে একমত পোষণ করছেন। আমাদের ওয়েবসাইটে বাইরের অনেক সাইটের সম্পৃক্ততা কিংবা সংযোগ থাকতে পারে যা এই নীতিমালার আওতাভুক্ত নয় এবং বইখোর.কম সেসকল সাইটের গোপনীয়তা রক্ষার দায়ভার গ্রহণ করবে না। আপনি নিজে আপনার গোপনীয়তা রক্ষার জন্য উপযুক্ত ব্যক্তি।
- আমরা কখনো আপনার ব্যক্তিগত তথ্য বিক্রয় অথবা প্রকাশ করি না। আপনার ই-মেইল ঠিকানা হোক বা ফোন নাম্বার হোক, আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আমরা কখনো তা বাজারজাতকরণের উদ্দেশ্যে ব্যবহার করব না অথবা তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করব না। আপনার সরবরাহকৃত তথ্য চিরদিন আমাদের কাছে নিরাপদ থাকবে। আমরা শুধুমাত্র নিম্নোক্ত পরিস্থিতিতে আপনার তথ্য অন্যদের কাছে প্রকাশ করতে পারি,
ক. আইনি প্রক্রিয়ার স্বার্থে কিংবা আদালত কর্তৃক আমাদের কাছে তথ্য চাওয়া হলে।
খ. যদি তথ্য প্রকাশে আপনার অনুমতি থাকে। - আমরা আপনার পাসওয়ার্ড জানি না, উপরন্তু, সবগুলো পাসওয়ার্ড এনক্রিপ্ট করা যা ব্যবহারকারী ব্যতিত দ্বিতীয় কেও জানতে পারবে না।
- আমাদের ওয়েবসাইট বাংলাদেশের আইন ও নিয়মাবলীর অধিনে পরিচালিত। ওয়েবসাইটটির ব্যবহারকারীগণ সকল ক্ষেত্রে বাংলাদেশের আদালত ক্ষমতার ব্যপারে একমত পোষণ করে।
- আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার অভিজ্ঞতাকে উন্নত করতে আমাদের সাইটে ‘কুকি’ ব্যবহার করা হয়েছে। ‘কুকি’ হল ওয়েবসাইট ব্যবহার এবং আপনার সাথে যোগাযোগ করার তথ্য সমূহ আপনার কম্পিউটারে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত কিছু ছোট ফাইল। আপনি যদি এই তথ্যগুলো সংরক্ষণ করতে না চান তবে আপনার ইন্টারনেট ব্রাউজারের নিরাপত্তা মূলক ব্যবস্থা থেকে ‘কুকি’ বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করার জন্য পরামর্শ দেয়া হল। বিশেষ ভাবে বলা যাচ্ছে যে এই ‘কুকি’ গুলো আপনার কম্পিউটারের তথ্য অথবা অন্য কোন ‘কুকি’ দেখতে পারে না।
- আমাদের ওয়েবসাইটে আপনার প্রবেশ এবং ব্যবহার আমাদের কিছু শর্ত ও নীতির দ্বারা সংরক্ষিত, যা আমাদের পরিষেবার শর্তাদির অন্তর্ভুক্ত।
নীতিমালায় পরিবর্তন:
সময়ের সাথে বইখোর.কম এই নীতিমালায় সংশোধনী নিয়ে আসতে পারে। সর্বশেষ হালনাগাদকৃত সংস্করন এই পাতায় প্রকাশ করা হবে। এই নীতিমালাটি ২২ ডিসেম্বর, ২০২১ তারিখে সর্বশেষ হালনাগাদ করা হয়েছে।