আমাদের পাশের গ্রামে একটি পীর বংশ আছে। যদি ডালপালা গণনা করা হয়, তাহলে বংশটিকে বটগাছের চেয়ে ছোট মনে হবে না। একবার এক পাগল ওই গ্রামে গেল মুরিদ হতে। কিন্তু কোন পীরের কাছে মুরিদ হবে তা সে বুঝে উঠতে পারছিলো না। পাগলটি খোঁজখবর নিয়ে জানলো, একমাত্র মোস্তফা কামাল সাবের মুরিদেরাই হাশরের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। কিন্তু পাগলটি মানুষের কথায় আস্থা রাখতে পারছিলো না। সে সিদ্ধান্ত নিলো, পীর কামেল কি না, আল্লাহ তাকে পছন্দ করেন কি না, এটি আগে নিশ্চিত হতে হবে। এ উদ্দেশ্যে সে পীরের বাড়িতে গেলো। মোস্তফা কামাল সাব তখন খানকায় বিশ্রাম নিচ্ছিলেন। পাগলটি ঘরে ঢুকেই জিগ্যেস করলো— সাব, আপনি কৃমির ওষুধ খান কি না? এমন প্রশ্নে মোস্তফা কামাল হকচকিয়ে গেলেন। তিনি খাদেমকে ডেকে বললেন— এই, ওরে বের করো। সে পাগল। পাগলটি বললো, সাব, আমি পাগল না। আপনি কৃমির ওষুধ খান কি না? আপনার পেটে কৃমি হয় কি না? আল্লাহর সাথে যার এতো বন্ধুত্ব, তার পেটে তো কৃমি থাকার কথা না। আমি ব্লেড নিয়ে এসেছি। একটা পোঁচ দিয়েই মুরিদ হয়ে যাবো।
বই পরিচিতি:
- বই: আধুনিক গরু-রচনা সমগ্র
- লেখক: মহিউদ্দিন মোহাম্মদ
- প্রকাশনী: জ্ঞানকোষ
- পৃষ্ঠা: ২২৪
- মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
প্রচ্ছদ: