বললাম, ‘এ কী কথা বেণু! বাবার গায়ে হাত! এত সম্মানিত মানুষের এরকম অপমান! স্যার কি তোমার বাবা নন? তাঁকে খাওয়ানোর দায়িত্ব কি তোমার নয়? সমাজে-শাস্ত্রে পিতৃঋণ বলে তো কথা আছে একটা!’
উত্তরটা তৎক্ষণাৎই দিয়েছিল বেণু, ‘এতদিন বসিয়ে বসিয়ে যে খাইয়েছি, জামাকাপড় কিনে দিয়েছি, মাথার তেল, গায়ের সাবান জুগিয়েছি, তাতেই আমার পিতৃঋণ শোধ হয়ে গেছে।'
বই পরিচিতি:
- বই: খেয়ালখুশির লেখা
- লেখক: হরিশংকর জলদাস
- প্রচ্ছদ: স্বপ্নীল বড়ুয়া
- প্রকাশক: বাতিঘর
- মুদ্রিত মূল্য: ২৬০ টাকা
প্রচ্ছদ: