প্রায় ১৫ বছর পরে প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক আহনাফ আয়ানের।
অন্যদিকে, কোনো এক উন্মাদ খুনি একের পরে এক খুন করে যাচ্ছে। প্রতিটা লাশের সাথে ফেলে রেখে যাচ্ছে একটা করে পৃষ্ঠা। আর সেই পৃষ্ঠায় কোনো এক ধাঁধা। রহস্যের বেড়াজালে ফেসে যাওয়া সি.আই.ডি টিম অবশেষে ডেকে পাঠালো আহনাফ আয়ানকে। কিন্তু কেনো?! বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন লেখকের সাথে কি সম্পর্ক থাকতে পারে একজন উন্মাদ খুনির? নাকি সেই উন্মাদ খুনিটা লেখক নিজেই?! আর যদি খুনি লেখকই হয়ে থাকে, তবে কেনো এভাবে উন্মাদের মতো ফেলছে একটার পর একটা লাশ?!
পুরোনো প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং তার পাশাপাশি এক পাগল উন্মাদের সাথে জড়িয়ে থাকা এই অপরাধের শাখা ছড়িয়ে আছে ‘নেফারতিতি’র আনাচে-কানাচে। ঢাকা পেরিয়ে বরিশালের চিরচেনা জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এই অপরাধের শাখা।
সমাধান কি করা সম্ভব হবে এই রহস্যের? নাকি কয়েকটা রহস্যের মতো ফাইলেই চাপা পড়ে থাকবে এই রহস্যটাও?
বই পরিচিতি:
- বই: নেফারতিতি
- লেখক: সিয়াম মেহরাফ
- প্রকাশনী: দাঁড়িকমা
- পৃষ্ঠা: ৮০
- মুদ্রিত মূল্য: ১৮০ টাকা
প্রচ্ছদ: