উপন্যাসের গল্পগুলো জীবন থেকে থেকে পাওয়া। এই শহরের আনাচে কানাচে এমন হাজারও গল্প লুকিয়ে আছে। মানুষগুলোর মনের মাঝে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। আকাঙ্ক্ষাগুলো ‘যদি’, ‘কিন্তু’র মতো শব্দের বেড়াজালে আটকে আছে। অদ্ভুত এই বিষয়গুলো ভাবায় হিমাদ্রীকে। যেমন ভাবায় নিরব ভাইও তাকে তার মতো কেন ভালোবাসে না। যদি ভালোবাসতো! তবে এই ‘যদি’টা আর হয়ে ওঠেনি।
সেই সাথে ভাবায় পুরোনো বাড়িটা। কিন্তু কেন? সে জানে না; তবে কলেজের পেছনের পুরানো বাড়িটা আজ খুব বেশ কাছে টানছে তাকে। কত দিনের পুরোনো এই বাড়ি? এই বাড়ির লোকজন আজ কোথায়? আদৌ কি তাদের কেউ বেঁচে আছে? থাকলেও তারা কোথায় আছে? সামনে বিপদ–এমন কথা কেন বলল বৃদ্ধা ভিক্ষুক? রহস্য মাখা সেই বাড়িতে যাওয়ার পরে কী ঘটেছিল?
পুরানো এই বাড়ির রহস্যকে ঘিরেই লেখা সবনাজ মোস্তারী স্মৃতি’র প্রথম উপন্যাসিকা হিমাদ্রী।
বই পরিচিতি:
- বই: হিমাদ্রী
- লেখক: সবনাজ মোস্তারী স্মৃতি
- প্রচ্ছদ: সানজিদা স্বর্ণা
- জনরা: হরর উপন্যাসিকা
- বাঁধাই: হার্ডকাভার-ক্রাউন সাইজ
- পৃষ্ঠা সংখ্যা: ৯৬
- মূল্য: ১৫০ টাকা
প্রচ্ছদ: