সদ্য জন্ম নেওয়া তিন সন্তানের জনক মজিদ খন্দকার। কাঁচা পয়সার মালিক, জমিজমার অভাব নেই। একাই নয়টি নৌকার মালিক। কিন্তু কী এমন হলো যে, তাকে করতে হলো দ্বিতীয় বিয়ে? তা-ও আবার পুরো সমাজ ও প্রথম বিবাহিতা স্ত্রী থেকে লুকিয়ে?
শাওন আর শানু একই এলাকার বাসিন্দা। ভালোলাগা থেকে ভালোবাসা। এরপর বিয়ে! কিন্তু পালিয়ে। পরিবার থেকে লুকিয়ে। তারপর? মেনে নিবে কি তাদের পরিবার? না-কি মাথা পেতে নিতে হবে সমাজের তৈরি করা নিয়মের করাল গ্রাসে?
গ্রাম থেকে পালিয়ে আসে রূপা। ঠাঁই হয় মায়ের পুরোনো এক বান্ধবীর সংসারে। এই বিধ্বস্ত অবস্থায়ও প্রেমের নিবেদন পায়, সেই সংসারে থাকা একমাত্র ছেলে রিয়াদ থেকে। কী করবে সে?
‘বাসরদিন’ পারিবারিক টানাপোড়েন ও অসম সব ভালোবাসার গল্পের মোড়কে মোড়ানো এক সামাজিক আখ্যান। যেখানে সুখ ব্যতীত দুঃখ যেন অর্জিত স্বাধীনতার মতোই। আরও আছে হারানোর বেদনা, না পাওয়ার কষ্ট, ফেলে আসা স্মৃতির অন্তহীন গল্প।
মুক্তিযুদ্ধের পূর্বের ও পরবর্তী সময়, গ্রাম্য রাজনীতি, কুফরি, বন্যা ও প্রাপ্তি-অপ্রাপ্তির কাহিনি নিয়ে রচিত ওমর ফারুক শ্রাবণের উপন্যাস ‘বাসরদিন’।
বই পরিচিতি:
- বই: বাসরদিন
- লেখক: ওমর ফারুক শ্রাবণ
- প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
- জনরা: সামাজিক ও গ্রামীন রাজনৈতিক উপন্যাস
- বাঁধাই: হার্ডকাভার-রেগুলার সাইজ
- পৃষ্ঠা সংখ্যা: ২০৮
- মূল্য: ২৪০ টাকা
প্রচ্ছদ: