বিরোধী দলের সবচেয়ে ক্ষমতাশীল নেতা শমসের শাহ খুন হওয়ার কিছুদিন পরেই খুন হলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত লেখিকা সুনেয়না আজাদ। যিনি দীর্ঘ আঠারো বছর পর কলকাতা থেকে নিজ দেশে ফিরেছিলেন। এমন দুটি খুনের সঙ্গে জড়িয়ে যায় গোয়েন্দা ইমতিয়াজ আহমেদের নাম। গোয়েন্দা হিসেবে নয়; খুনের দায়ে।
নিজেকে নির্দোষ প্রমাণ করতেই তদন্তে নেমে পড়েন তিনি, বেরিয়ে আসতে শুরু করে একাধিক চাঞ্চল্যকর তথ্য। উন্মোচন হয় অনেকগুলো মানুষের জীবনের গল্প; যে মানুষগুলো সারা জীবন যুদ্ধ করেছে নিজের সাথেই কেবলমাত্র একটুখানি আলোর দেখা পাওয়ার জন্য।
দুটি খুনের রহস্য উদঘাটনের মধ্যে দিয়েই খুঁজে পাওয়া যায় প্রতিটি জীবনের যোগসূত্র, উঠে আসে আঠারো বছর আগের এক অজানা ও অসমাপ্ত গল্প।
হয়তো এই অজানা গল্পের উপাখ্যান জানার জন্যেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন স্বয়ং ইমতিয়াজ আহমেদ এবং সাথে তার পাঠকরা।
বই পরিচিতি:
- বই: যেখানে আলো নেই
- লেখক: ইসতিয়াক জিয়ন
- প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন
- জনরা: রিভেঞ্জ থ্রিলার
- বাঁধাই: হার্ডকাভার-ক্রাউন সাইজ
- পৃষ্ঠা সংখ্যা: ২০৮
- মূল্য: ২৪০ টাকা
প্রচ্ছদ:
#revange #thriller