ফিয়ার স্ট্রিট - যেখানে দুঃস্বপ্ন বাস্তব হয়ে ওঠে!
হাইস্কুলে নতুন ভর্তি হওয়া আনা করউইন নামের স্বর্ণকেশী মেয়েটা একদমই ভুতূড়ে ধরনের ফ্যাকাশে, আর… অপূর্ব সুন্দরী। কোরি ব্রুকস আনাকে একবার দেখেই তার প্রেমে পড়ে গেল, ডুবে গেল মেয়েটার মায়াবী নীল রঙের চোখজোড়ায়। তার মন থেকে আনা করউইনকে সে সরাতেই পারলো না।
আনার জন্য সে অনিদ্রায় ভুগতে শুরু করলো, বন্ধুদের সঙ্গ ত্যাগ করে ফেলল। এমনকি তার প্রিয় জিমন্যাস্টিকস এর প্রতি মনোযোগ হারিয়ে ফেলল সে।
কিন্তু যেভাবে আনার উদয় হয়েছিল, ঠিক সেভাবেই সে একদিন মিলিয়ে গেল। আনার চিন্তায় কোরি গিয়ে হাজির হলো কুখ্যাত ফিয়ার স্ট্রীটে অবস্থিত আনা করউইনের বাসায় - তার যা হয় হোক।
আনা হয়ত তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসায় পরিণত হয়েছে, কিন্তু এই ভালোবাসার জন্য তাকে কি তার জীবনটাকে খোয়াতে হবে?
কী সত্য উদঘাটিত হবে সেখানে?
বই পরিচিতি:
- বই: ফিয়ার স্ট্রিট : দ্য নিউ গার্ল
- লেখক: আর. এল. স্টাইন
- অনুবাদ: বিমুগ্ধ সরকার রক্তিম
- পৃষ্ঠা: ১৪৪
- প্রকাশনী: আফসার ব্রাদার্স
- মুদ্রিত মূল্য: ২২৫ টাকা
প্রচ্ছদ: