রুখমার নাম শুনেই বরফের মতো জমে গেল মং প্রু, ওর কপালে দেখা গেল চিন্তার ভাঁজ। রূপন্তীর শরীরটা দেখে সে থরথর করে কেঁপে উঠল অজানা ভয়ে।
ফয়সাল বলল, ‘এখন কী করব?’
মং প্রু বলল, ‘অবস্থা বেগতিক। বুঝতে পারছি না। আপনারা শহুরে মানুষ, পাহাড়ের নিয়মকানুন জানেন না। বিপদ এড়াতে চাইলে আমার এখনই গ্রামপ্রধানের সাথে দেখা করতে হবে।’
‘কেন?’
‘মনে হচ্ছে, মানুৎকে খুশি করতে হবে। এছাড়া আর উপায় নেই।’
মং প্রু যখন গ্রামপ্রধানের বাড়িতে গেল তখন ভর সন্ধ্যা। সেই সন্ধ্যায় বান্দরবান থেকে অনেক দূরে সূর্যকান্দি গ্রামে বস্তাবন্দী রাসেলের লাশ চাপা দিয়ে দিল জক্কু হাজি। একটু আগে বাচ্চাটাকে মাছের মতো কেটে টুকরো টুকরো করেছে রোকেয়া- অনেকটা বাধ্য হয়েই কাজটা করতে হয়েছে। রাসেলের রক্ত জমিয়ে রাখা হয়েছে কাঁসার বাটিতে। এই শুদ্ধ রক্তই দেখাবে মুক্তির পথ।
অপার্থিব জগতের খেলা শুরু হব এখনই…
বই পরিচিতি:
- বই: সংবিধিবদ্ধ সতর্কীকরণ
- লেখক: মনোয়ারুল ইসলাম
- বইয়ের ধরন: অতিপ্রাকৃত থ্রিলার
- প্রকাশনী: নালন্দা
- মুদ্রিত মূল্য: ৪০০টাকা
প্রচ্ছদ:
#supernatural