বিধ্বংসী আগুন থেকে উঠে আসা এক সাহসী মেয়ের নাম অগ্নিলা। তার দুঃসাহসিক কর্মযজ্ঞ নিয়েই প্রতিশ্রুতিশীল কমিক্স লেখক ও আঁকিয়ে সহোদরা শান্তনা ও শান্তুমা’র অনবদ্য সৃষ্টি ‘অগ্নিযোদ্ধা ’। এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কমিক্সটির দ্বিতীয় পর্ব ‘অগ্নিযোদ্ধা ২’।
বাবার পথ অনুসরণ করে অগ্নিলা নিজেকে একজন অগ্নিযােদ্ধা হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। ফায়ার অ্যান্ড রেসকিউ একাডেমিতে একজন ট্রেইনি হিসেবে যােগ দেয় সে। ফায়ার ফাইটার হবে একটা মেয়ে! সহশিক্ষার্থীরা বাঁকা চোখে তাকায় তার দিকে। কমব্যাট ইন্সট্রাক্টর ঋদ্ধ স্যারও তাকে ভালাে চোখে দেখেন না। ভুল বুঝে শাস্তিও দেন। তবু সব বাধা-বিঘ্ন পায়ে ঠেলে অগ্নিলা এগিয়ে চলে সামনে।
শেষপর্যন্ত অগ্নিলা কি পারবে একজন প্রকৃত অগ্নিযােদ্ধা হয়ে উঠতে? নিজের স্বপ্নপূরণ করতে?
বই পরিচিতি:
- বই: অগ্নিযোদ্ধা ২
- কমিকস্ শিল্পী: শান্তনা শান্তুমা
- প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স
- মুদ্রিত মূল্য: ১৬০ টাকা
প্রচ্ছদ:
#comic