দক্ষিণ ডাকোটার ক্রো ফলস একটা খাঁচাতে পরিণত হয়েছে। স্মরণকালের সবচেয়ে বিশাল আর ভয়াবহ তুষারঝড় এটাকে বন্দী করে ফেলেছে। রাস্তাগুলি দুর্গম হয়ে গেছে, কেউ না পারছে ভেতরে আসতে, না পারছে বাইরে যেতে । বাইরের পৃথিবীর সাথে সব ধরণের রেডিও, টেলিফোন বা টিভির সংযোগও বিচ্ছিন্ন। দৃষ্টিসীমা শূন্য, ঠাণ্ডা বাতাস অসাড় করে দিচ্ছে শরীর । তুষার জমে রাস্তাঘাট গাড়ি বা মানুষ উভয়ই চলাচল অসম্ভব করে তুলেছে। রাত নেমে আসার পর জমিয়ে দেয়া বাতাস আর বরফকুচি ভরা আকাশের সাথে হাত ধরাধরি করে এলো একদল হিংস্র শিকারি। ওরা ছায়াতে লুকিয়ে থাকে, হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে খানাখন্দ থেকে। তুষারঝড়কে আড়াল হিসাবে ব্যবহার করে ওরা ঝাঁপিয়ে পড়ে বিন্দুমাত্র সন্দেহ না করা মানুষ শিকারের ওপর ! সকালের আগেই পুরো শহর পরিণত হবে মর্গে। যদি না বেঁচে যাওয়া অত্যন্ত ক্ষুদ্র একদল মানুষ ওদের মাঝে লুকিয়ে থাকা ঐ দানবগুলিকে ধ্বংস করতে না পারে !
কল্পনার অতীত আতঙ্কের আড়ালে লুকিয়ে আছে ওরা, ওরা হলো… খুনি ক্লাউনের দল!!
বই পরিচিতি:
- বই: ক্লাউনফ্লেশ
- লেখক: টিম কারেন
- অনুবাদক: অরূপ ঘোষ
- প্রচ্ছদ: জাওয়াদ উল আলম
প্রচ্ছদ:
#horror