নানা রঙের মতো এই পৃথিবীতে নানান ধরণের মানুষের বসবাস। তারপরও মানুষের সাথে মানুষের একটা পারষ্পরিক সম্পর্ক থাকে। কিন্তু প্রকৃতির হিসেবনিকেশ বড় অদ্ভুত। প্রকৃতি খেয়ালের বশে এমন কিছু মানুষ সৃষ্টি করেন যারা সবকিছু থেকে বিছিন্ন, একা। এরকম এক মানুষকে নিয়ে এই উপাখ্যানের কাহিনী।
“ইয়েস্তেন গার্ডারের দ্য সলিটেয়ার মিস্ট্রি বইটি পড়েছ?”
“না।”
“গার্ডার সাহেব মানুষের জীবনটাকে এক বক্স তাসের মতো করে দেখিয়েছেন। চিন্তা কর, একবক্স তাসে সব কার্ডে একটা ছন্দ আছে অর্থাৎ পারস্পরিক সম্পর্ক আছে কিন্তু জোকার ব্যাতিক্রম। প্রত্যেক বক্সে জোকারের উপস্থিতি আছে কিন্তু সে যেন অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত। এরকম মানুষের মধ্যেও কিছু জোকার থাকে। প্রকৃতি তাদেরকে পৃথিবীতে নিয়ে আসে, কিন্তু সে সবার মাঝে থেকেও আলাদা। বলো তো, আমি কী সেই জোকার!”
বই পরিচিতি:
- বই: জোকার
- লেখক: সুফাই রুমিন তাজিন
- প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
- প্রকাশনী: বুক স্ট্রিট
- মুদ্রিত মূল্য: ৩৬০ টাকা
প্রচ্ছদ: