প্রথমেই বলে নিই যে এখানে কোন র্যাংকিং করা হয়নি, জনপ্রিয় কিছু অডিও বুক চ্যানেল একত্রে তালিকা আকারে রাখাই মূল উদ্দেশ্য। কাজের চাপে বই না পড়তে পারলে ব্যাকগ্রউন্ডে এসব চ্যানেলের ভিডিও চলে, কাজের পাশাপাশি গল্প ও শোনা যায়। যেহেতু এসব চ্যানেলে অনেক অভিজ্ঞ পাঠক কন্ঠ দেন, তাই সাবলীল আর শ্রুতিমধুর হয় তাদের ভিডিওগুলো। একটা আক্ষেপ আমার, বাংলাদেশী বই নিয়ে এমন চ্যানেল এখনো করা যায়নি। তালিকার বাহিরেও কোন চ্যানেল থাকলে তা মন্তব্যের ঘরে লিখে ফেলুন, মূল পোস্টে পরে যুক্ত করে দেয়া হবে।
চ্যানেলটির যাত্রা শুরু ২০১৯ এর অক্টোবরে। মোট ভিডিও সংখ্যা ৪৮টি। মূলত থ্রিলার অডিও স্টোরির জন্য চ্যানেলটি জনপ্রিয়। আমি কর্নেল সিরিজের গল্প শুনতে থ্রিলার স্টেশন চ্যানেলটি পছন্দ করি।
যারা ভৌতিক গল্প পছন্দ করেন, তাদের জন্য অন্যতম সেরা চ্যানেল এটি। ভারতীয় লেখকদের গল্প গুলো নিয়মিত পাওয়া যায় এখানে। এপ্রিল ২০২০ সালে শুরু হওয়া চ্যানেলটির মোট ভিডিও সংখ্যা ৬১টি।
রহস্য, অলৌকিক, তন্ত্র-মন্ত্র, সাসপেন্স ধারার ৮৫টি গল্প সমৃদ্ধ অডিও বুক চ্যানেল মিডনাইট ফ্যান্টাসি। এপ্রিল ২০২১ এ চ্যানেলটির যাত্রা শুরু।
আরো একটি জনপ্রিয় বাংলা অডিও স্টোরি চ্যানেল রেডিও মিলন। চ্যানেলটির মোট ভিডিও সংখ্যা ১৮৪ এবং চ্যানেলটির পথচলা শুরু ২০১৭ সালের ডিসেম্বরে।
বাংলা অডিও বুকের জন্য অন্যতম বড় চ্যানেল মির্চি বাংলা। এখন অব্দি ৯১৩ টি ভিডিও নিয়ে চ্যানেলটি অন্যদের থেকে অনেক বেশি সমৃদ্ধ। জুলাই ২০১৪ তে শুরু হওয়া এই চ্যানেলটি লাখো শ্রোতার মস্তিষ্কের খোরাক যোগায়।
বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প নিয়ে এই চ্যানেলের যাত্রা শুরু হয়েছে ২০২১ সালের আগস্টে। মোট ভিডিও সংখ্যা ৪০টি।
রোমাঞ্চকর গল্প নিয়ে আরো একটি নতুন অডিও বুক চ্যানেল গল্পাসুর। ভিডিও সংখ্যা ৫২, চ্যানেল চালু হয়েছে গতবছরের মে মাসে।
নবীন লেখকদের ভৌতিক গল্পর জন্য অন্যতম বড় চ্যানেল এটি। মোট ভিডিও ১৩২টি, চ্যানেল শুরু হয়েছে ডিসেম্বর ২০১৯ সালে।
বিভা পাবলিকেশনের ইউটিউব অডিও বুক চ্যানেল বিভা ক্যাফে খোলা হয়েছে ২০২০ সালের জুলাইয়ে। তাদের জনপ্রিয় বইগুলো অডিও আকারে নিয়মিত পাওয়া যায়। এখন পর্যন্ত মোট ভিডিও আপলোড করা হয়েছে ৯২টি।
এই অডিও বুক চ্যানেলের ভিডিও ভৌতিক/অতিপ্রাকৃত গল্প নিয়ে তৈরী। চ্যানেলের শুরু ফেব্রুয়ারি, ২০২০ এ। মোট ভিডিও ৪২টি।
ভৌতিক গল্পের জন্য আরেকটি নতুন চ্যানেল। ভিডিও সংখ্যা ২১টি, চ্যানেল চালু হয়েছে ডিসেম্বর ২০২১ এ।
*চ্যানেল গুলোর ছবি পোস্ট লেখার সময় স্ব স্ব চ্যানেলের ইউটিউব কভার হিসেবে ছিলো এবং তাদের নিজস্ব সম্পত্তি।
*আরো চ্যানেলের খোঁজ পেলে এই পোস্টটি আপডেট করা হবে।