আর্কোইরিচ মানে কি?
রংধনু!
তাহলে আর্কোইরিচ কসমসকে বলা যায় রংধনু কসমস। আমরা যদি চিন্তা করি তাহলে এই পুরো কসমসটাই কেমন রংধনুর মতো। কত রংয়ে সাজানো। কুহক থেকে প্রকাশিতব্য আর্কোইরিচ কসমসেও বার বার উঠে এসে রঙ এর কথা। এই বিশ্বজগতের কথা। এই বিশ্বজগতের অপর প্রান্তে থাকা এক বামন ইউনিভার্সের কথা। যার মাঝে দুইটি গ্রহ। যাতে হয়েছে প্রাণের বিকাশ, জ্ঞান আহরনই যাদের উদ্দেশ্য। এমন হলে কেমন হবে আপনি একজন মানুষ যে সেই প্রাণিদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু কীভাবে? সে যোগাযোগ রঙ এর মাধ্যমে! অদ্ভুত সুন্দর এক কাহিনি এই আর্কোইরিচ কসমস। যার মাঝে আছে বিজ্ঞানের প্রতিযোগিতা, আছে না পাওয়ার আক্ষেপ, জীবনের আক্ষেপ, জীবনের স্বার্থকতা, সৌন্দর্য। আপনাদের স্বাগতম এই আলোর ছটায় মাখানো হার্ড সায়েন্স ফিকশনের বর্ণালী যাত্রায়।
বই পরিচিতি:
- বই: আর্কোইরিচ কসমস
- লেখক: মোহাম্মদ সাইফূল ইসলাম
- প্রকাশনী: কুহক কমিক্স এন্ড পাবলিকেশন
- প্রচ্ছদ: তাওহীদ আহমেদ
- মুদ্রিত মূল্য: ৩৮০ টাকা
প্রচ্ছদ: